মোঃ জাহাঙ্গীর আলম : বৃহস্পতিবার সারাদেশের মতো যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২২৭টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেবে এক লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর ৯ হাজার ৪১৫ বেশি পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৯৪০ পরীক্ষার্থী।

এদিকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নানামুখী প্রস্তুতি নেয়া হয়েছে। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে এক লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছেলে ৫৫ হাজার ২১৩ ও মেয়ে ৫৫ হাজার ১৪২। মেয়েদের তুলনায় ছেলে ১৭১ জন বেশি। নিয়মিত পরীক্ষার্থী ৯৮ হাজার ৭৩৭ । অনিয়মিত ১১ হাজার ৩৯৯।

খুলনা জেলার ৪৩ কেন্দ্রে অংশ নেবে ২১ হাজার ৭২ পরীক্ষার্থী। বাগেরহাটের ২০টি কেন্দ্রে অংশ নেবে সাত হাজার ৯২৯ পরীক্ষার্থী। সাতক্ষীরার ২৩টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৯০২ পরীক্ষার্থী। কুষ্টিয়ায় ২২টি কেন্দ্রে অংশ নেবে ১৩ হাজার ৯০২ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গার ১১টি কেন্দ্রে অংশ নেবে ছয় হাজার ৭৫২ পরীক্ষার্থী। মেহেরপুরের সাতটি কেন্দ্রে অংশ নেবে চার হাজার ৩৭ পরীক্ষার্থী। যশোরের ৪৫টি কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৯১৫ পরীক্ষার্থী। নড়াইলের ১১টি কেন্দ্রে অংশ নেবে পাঁচ হাজার ৬৩ পরীক্ষার্থী। ঝিনাইদহের ২৬টি কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ৩৯২ পরীক্ষার্থী। মাগুরার ১৯টি কেন্দ্রে অংশ নেবে ছয় হাজার ৩৫৮ পরীক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, এবার অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সেই সঙ্গে শিক্ষার্থী ভর্তির হারও অনেক। যার কারণে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁস ও নকলমুক্ত সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে ।