জেলার খবর, নাটোর, রাজশাহী বিভাগ | তারিখঃ মার্চ ২৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5207 বার
মিজানুর রহমান, বড়াইগ্রাম (নাটোর): বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হকের সমাধিতে উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় আরোও উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।
এ সময় বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে (২৯ মার্চ) বিএনপি’র নেতা-কর্মীরা তাকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করার দীর্ঘ ১৮ বছর পর ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুই জনকে ফাঁসি ও বাকীদের বেকসুর খালাস প্রদানের রায় দেয় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।