খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মার্চ ১২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5593 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ২দিন ব্যাপি বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে৷
প্রশিক্ষণের প্রথম দিন বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই বিতর্ক প্রশিক্ষণ শুরু হয়৷ এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা৷ প্রধান অতিথি হিসাবে বিতর্ক প্রশিক্ষণের শুভ উদ্ধোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ত্র্যাড. মোঃ কামাল হোসেন৷ দ্বিতীয় পর্ব ১২ মার্চ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষককে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এ সব শিক্ষক নিজ বিদ্যালয়ে দল পঠন করে তাদেরকে গাইড করবেন।