গাজীপুর, জেলার খবর, ঢাকা বিভাগ | তারিখঃ জানুয়ারি ১০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5201 বার
নজরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর নগরীর মালেকের বাড়ি এলাকায় দুটি বাসে আগুন ধরিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই সময় সড়ক দুর্ঘটনায় নানী-নাতি আহত হওয়ার জেরে উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন লাগিয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, গাজীপুর নগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল নানী।
এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা ওই বাসসহ দুটি অনাবিল পরিবহনের বাস আটক করে আগুন দরিয়ে দেয়। এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে।
এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান,উত্তেজিত জনতার কারণে আগুন নেভাতে সমস্যা সৃষ্টি হয়েছে। তবে দুটি বাসে আগুন নিয়ন্ত্রণে এসেছে।