জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ ডিসেম্বর ২১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4278 বার
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আওতায় পার্শ্ববতী ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বিটের গোপীনাথপুর গ্রামে বনবিভাগের প্রায় দুই হাজার আকাশমনি গাছ রেঞ্জ ও বিট কর্মকতার যোগসাজশে বিনা টেন্ডারে কেটে নিয়ে যায় ছাইফুল ইসলাম।
জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বিটের গোপীনাথপুর বনবিভাগের বন গেজেটকৃত (৮৫ নং) দাগে বনবিভাগের রোপণকৃত আকাশমনি গাছ উথুরা রেঞ্জ কর্মকতা হারুন রশীদ ও এনায়েতপুর বিট ফরেষ্টার আব্দুল হামিদ টেন্ডার আহ্বান না করে গোপনে আঁতাত করে দখলদার ছাইফুল ইসলামকে গাছ কাটার নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে বিক্রয় করে দেন। এতে প্রায় ২০ লক্ষ টাকার মতো সরকার রাজস্ব থেকে বঞ্চিত।
এদিকে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগাড়ার বিটের আওতাধীন আংগাড়া মৌজার বন গেজেটকৃত (১৯৫ নং দাগে)। উথুরা রেঞ্জ কর্মকতা হারুন রশীদ ও এস সি এফ হারুন যোগসাজশে আংগাড়া বিট সংলগ্ন রাস্তা রাস্তা ঘেষে ওই রাস্তার দক্ষিণ পাশেই ঢাকা সাভারের এক কোম্পানীর ভান্ডারীর ভেতরে বনের গেজেটকৃত প্রায় দুই থেকে আড়াই একর বনভূমি ঢুকিয়ে দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকায়।
বাগান সংলগ্ন মান্দাই বাড়ির মান্দইরা জানান, সেন্টুর নামে পাটিসিম্যান্ট দেওয়া হয়েছিল।
এনায়েতপুর বিট কর্মকতার সঙ্গে কথা বললে তিনি ঘটনাটি সত্য বলে ধারুণা করেন ।
এ ব্যাপারে বিভাগীয় কর্মকর্তা রহুল আমিন জানান, তদন্ত করার জন্য এস সি এফকে নির্দেশ দেওয়া হয়েছে।