সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গদের সঙ্গে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার । জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,বোয়ালমারী উপজেলায় কোন বাল্য বিবাহ,ইভটিজিং কেউ করলে অথবা স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী স্কুল ড্রেস ছাড়া বাইরে আড্ডা দিলে প্রশাসন কে আটক করার নির্দেশ দিয়েছেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া ।
এছাড়া উপস্থিত ছিলেন, বোয়ালমারীর পৌরমেয়র সেলিম রেজা লিপন ,বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান মৃধা পিকুল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম হোড়,শাহা জাফর টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে সার,চেক বিতরণ করেন। এর পর ভুমি অফিসের আয়োজনে আশ্রয় প্রকল্পের সুবিধা ভোগীদের কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।