কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ অক্টোবর ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2488 বার
গ্রামের সংবাদ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় কুমিল্লায় একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার নিজাম উদ্দিন, তার স্ত্রী ও কন্যাশিশু।
নাঙ্গলকোট থানা পুলিশের ওসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।