ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব আনা হয়েছে । স্থানীয় সময় শুক্রবার কংগ্রেসম্যান রো খান্না ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট এ প্রস্তাব উত্থাপন করেন। রেজুলেশনে গণহত্যায় ভূমিকা রাখার জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

রিপাবলিকান পার্টির সদস্য ড.চ্যাবট একটি টুইটে বলেছেন, ‘আমাদের বছরের পর বছর ধরে গণহত্যার শিকার লক্ষাধিক মানুষের স্মৃতি মুছে ফেলা উচিত নয়। গণহত্যার স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করে, আমাদের আমেরিকানদের শিক্ষিত করে এবং অপরাধীদের জানতে দেয়। যে এই ধরনের অপরাধ সহ্য করা হবে না বা ভুলে যাবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একাত্তরের গণহত্যা ভুলে গেলে চলবে না। ওহাইওর ফার্স্ট ডিস্ট্রিক্টে আমার হিন্দু ভোটারদের সহযোগিতায় রো খান্না এবং আমি এই স্বীকৃতি দেওয়ার জন্য আইন প্রস্তাব করছি যে বাঙালি ও হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা প্রকৃতপক্ষে গণহত্যা ছিল।’

ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্র্যাট এবং মার্কিন প্রতিনিধি রো খান্না জানিয়েছিলেন, তিনি চ্যাবটের সাথে ১৯৭১ সালের বাঙালি গণহত্যার স্মরণে প্রথম প্রস্তাব পেশ করেছিলেন। তাতে ‘আমাদের সময়ে’ ভুলে যাওয়া লাখ লাখ জাতিগত বাঙালি ও হিন্দুকে হত্যা বা বাস্তুচ্যুতের কথা বলা হয়েছে।