সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নে আমাদেরকে একপ্রকার সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে ।

আমাদের সমাজে ও পরিবারে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা প্রতিবন্ধি, হিজলা, আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বড় একটি অংশ বাকা দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে আসছে। তাদেরকে প্রয়োজনীয় কাউন্সিংয়ের মাধ্যমে স্ব স্ব ক্ষেত্রে প্রশিক্ষিত করে তুলতে পরলে তারাও নিজেরা আত্মনির্ভরশীলতার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতিতে ভুমিকা রাখতে পারে । গত ২০শে সেপ্টেম্বর থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত যশোরের বাঘারপাড়া উপজেলা এ্যডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন । ক্রিস্টিয়ান এইড এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত (এ্যডভোকেসি নেটওয়ার্কের) উপজেলা সভাপতি, সূর্য বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার মোঃ মতিয়ার রহমান, সমাজসেবা অফিসার এটিএম মাসুদুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা মোঃ তৈমুর হোসেন (দিপু) ও যুবউন্নয়ন কর্মকর্তা, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির । এ্যডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হাসান মিঠু, সহসভাপতি সাঈদ ইবনে হানিফ, ইউপি সদস্য আমেনা বেগম, দৈনিক সত্যপাট পত্রিকার প্রতিনিধি পিনটু ঘোষ, সাংবাদিক রাকিব হাসান প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন, ওয়েভ ফাউন্ডেশন এর ডিভিশনাল ফ্যাসিলেটেটর মোঃ জহির উদ্দিন ও সহকারী ডিভিশনাল ফ্যসিলেটেটর রেওয়াজ মোর্শেদ ।