ডেস্ক নিউজ : বাঙালির শোকের মাস আগস্ট শুরু হলো। যে মাসে জাতির পিতাকে হারিয়ে আপন কক্ষপথ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঘোষণা করেছে মাসব্যাপী কর্মসূচি।

বাঙালির শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা।

বাঙালির বীরত্বের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা এ মাস ঘিরে নানা আয়োজন থাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের।

পনেরোই আগস্ট শোক দিবস ছাড়াও এ মাসে আছে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন। আয়োজন থাকবে তা নিয়েও।

এ মাসজুড়ে জাতি শোকাবহ চিত্তে স্মরণ করবে তার শ্রেষ্ঠ সন্তানকে।