সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা
- আপডেট: ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ৩৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি৷।
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খাগড়াছি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার এই ৭ দিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা দেন।
দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক বইয়ে শোক প্রস্তাব লিখে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। পরবর্তীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক বইয়ে শোক প্রস্তাব লিখে স্বাক্ষর করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-৭ দিনব্যাপী খাগড়াছড়ি জেলা বিএনপির শোক পালন, জেলা ও উপজেলা বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলের সকল নেতাকর্মীর কালো ব্যাচ ধারণ, জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় ৭ দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন।
এছাড়াও জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বই খোলা থাকবে, যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মন্তব্য ও স্বাক্ষর করবেন।
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।





















