নিজস্ব প্রতিবেদক : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শার্শার, বাগআঁচড়া সাব জোনাল অফিসের অধীন গোগা এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা গ্রাহক অতিষ্ঠ।
জানা গেছে, কিছু অসাধু, দূর্ণীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ অর্থের বিনিময়ে তাঁদের ইচ্ছানুযায়ী লাইন বন্ধ করে এ এলাকার বিভিন্ন শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের চরম হয়রাণীর শিকার করা হচ্ছে।
বিশেষ করে এলাকার ক্ষুদ্র "স" মিল গুলো স্বল্প আয়ের দরিদ্র শ্রমিকদের কর্ম সংস্থানের একমাত্র আশ্রয়স্থল। শত শত কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, স্থানীয় দরিদ্র বেকার যুবকের পশু ও হাস-মূরগী পালনের কাঠ নির্মিত খামার সরঞ্জামের একমাত্র উৎস এই সকল স'মিল।
এ ব্যাপারে বালুন্ডার ভাই ভাই স'মিলের মালিক মাস্টার মিজানুর রহমান বলেন, প্রতিদিন ৮-১০ বার বিদ্যুৎ লাইন অফ ও অন করা হয়। ফলে যে পরিমাণ কাজ হয় তাতে শ্রমিকদের বেতন দিতেই কষ্ট হয়। তারপরে বিদ্যুৎ বিল দিতে দেরি হলে জরিমানা দিয়ে পরিশোধ করলেও লাইন বিচ্ছিন্ন করে বিভিন্নভাবে হয়রাণী করা হচ্ছে। কিছু অসাধু কর্মকতাদের খামখেয়ালিতে এলাকার প্রতিটি স'মিল বন্ধ হওয়ার উপক্রম। প্রতিদিন দিনের বেলায় অসংখ্যবার বিদ্যুৎ যায় আসে। ফলে বন্যাদুর্গত এলাকার শ্রমিকরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। এছাড়াও সামান্য কারণে-অকারণে লাইন বিচ্ছিন্ন করে গ্রাহকদের চরম হয়রাণীর শিকার করা হচ্ছে।
এলাকাবাসী এ ধরণের অহেতুক হয়রাণী হতে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.