১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬০

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘আর্তমানবতায় সর্বত্র’-এই মানবিক প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা ইউনিটের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিনের শুরুতে জেলা ইউনিট কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবার ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার আব্দুল গনি মজুমদার এবং তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সমাজসেবামূলক কার্যক্রমে অনন্য অবদান স্বীকার করে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার প্রদান ও শুভেচ্ছা স্মারক বিতরণ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের সদস্য এবং তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি বছরের সেরা স্বেচ্ছাসেবকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন,
“স্বেচ্ছাসেবীরাই সমাজের মূল শক্তি। আপনাদের মানবিক কাজ আমাদের সমাজকে আরও সুন্দর করে তোলে। আজকের এই স্বীকৃতি আগামী দিনে আপনাদের আরও উৎসাহ যোগাবে।”

আয়োজনের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের স্বীকৃতি ও সম্মান তাদের মানবসেবার পথচলায় অনুপ্রেরণা জোগায় এবং সমাজে আরও ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

আপডেট: ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘আর্তমানবতায় সর্বত্র’-এই মানবিক প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা ইউনিটের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিনের শুরুতে জেলা ইউনিট কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবার ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার আব্দুল গনি মজুমদার এবং তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সমাজসেবামূলক কার্যক্রমে অনন্য অবদান স্বীকার করে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার প্রদান ও শুভেচ্ছা স্মারক বিতরণ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের সদস্য এবং তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি বছরের সেরা স্বেচ্ছাসেবকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন,
“স্বেচ্ছাসেবীরাই সমাজের মূল শক্তি। আপনাদের মানবিক কাজ আমাদের সমাজকে আরও সুন্দর করে তোলে। আজকের এই স্বীকৃতি আগামী দিনে আপনাদের আরও উৎসাহ যোগাবে।”

আয়োজনের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের স্বীকৃতি ও সম্মান তাদের মানবসেবার পথচলায় অনুপ্রেরণা জোগায় এবং সমাজে আরও ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।