বাঘারপাড়ার কৃতি-সন্তান ড. গাজী আবু হোরায়রা” মালয়েশিয়ায় পেলেন-(SLCS)Award 2025
- আপডেট: ০৮:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৪০

সাঈদ ইবনে হানিফ :
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে যশোরের বাঘারপাড়া উপজেলার গাজী আবু হোরায়রা অর্জন করেছেন “Student Leadership & Community Service Award – 2025”।
গত শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার আলোর সেতার শহরের অভিজাত রেস্টুরেন্ট “এরাবিয়ান ডেলিগেটে” বাংলাদেশ মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রবাসী ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-কমিশনার মোঃ শামীম আহসান। এ সময় ডেপুটি হাই-কমিশনার মোছাঃ শাহানারা মনিকা, কাউন্সেলর (পলিটিক্যাল) ও হেড অব চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (কনস্যুলার) মোঃ মুর্শেদ আলম, এবং কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রফেসর ড. রবিউল ইসলাম, ড. মাহফুজুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আব্দুল নাকিব, মোঃ ফারুক হোসেনসহ শতাধিক প্রবাসী ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
ড. গাজী আবু হোরায়রা দীর্ঘদিন ধরে Universiti Utara Malaysia (UUM)-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি Bangladeshi Student Association, UUM এর মাধ্যমে প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক সহায়তা ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন—
“এই সম্মাননা কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়; বরং আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের ঐক্য, পরিশ্রম ও নিবেদনের প্রতিফলন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণ ও বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য।”
তিনি ধন্যবাদ জানান “Persatuan Masyarakat Islam Bangladesh Pulau Pinang (PMIBPP)” ও সংশ্লিষ্ট সকলকে, যারা সবসময় সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন।

















