১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

পশ্চিমবঙ্গে মৈত্রী সম্মাননা’তে ভূষিত বাংলাদেশী কূটনীতিক তারিক চয়ন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৩৩৮

প্রদীপ কুমার রায় : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি সাংবাদিক মহলে পরিচিত তারিক চয়ন নামে।

শনিবার (৯ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ঘোষপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে ‘মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়। বারাসাত আকাদেমি অফ কালচার এবং পশ্চিমবঙ্গ সরকারের দীনেশ স্মৃতি পাঠাগার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তারিক চয়নের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় আয়োজকেরা বলেন, “দুই বাংলার মেলবন্ধনে তারিক চয়নের নিরলস প্রচেষ্টা, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক গঠনে তার আন্তরিক অংশগ্রহণ এবং সাংবাদিকতার মাধ্যমে এই সম্পর্ককে আরও মানবিক করে তোলার যে অবদান তিনি রেখে চলেছেন, তা আমাদের কাছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বিষয়।”

সম্মাননাপত্রে আরও উল্লেখ করা হয়, ‘মৈত্রী সম্মাননা’ প্রধান দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার আন্তরিক প্রয়াস।

এর আগেও কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা–২০২৫’ পেয়েছিলেন তারিক চয়ন। নজরুল শতবার্ষিকী সদনে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

সেই সম্মাননায় বলা হয়েছিল, “বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিবের কূটনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক বিনিময়ে তারিক চয়নের অবদান অনন্য। প্রবাসে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রচারে তার নিরলস প্রচেষ্টা দুই বাংলার মধ্যে সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

উল্লেখ্য, তারিক চয়ন একজন অভিজ্ঞ সাংবাদিক ও কূটনৈতিক কর্মকর্তা। দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও ভাবমূর্তি তুলে ধরতে তাঁর অবদান দিন দিন স্বীকৃত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

পশ্চিমবঙ্গে মৈত্রী সম্মাননা’তে ভূষিত বাংলাদেশী কূটনীতিক তারিক চয়ন

আপডেট: ০২:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

প্রদীপ কুমার রায় : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি সাংবাদিক মহলে পরিচিত তারিক চয়ন নামে।

শনিবার (৯ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ঘোষপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে ‘মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়। বারাসাত আকাদেমি অফ কালচার এবং পশ্চিমবঙ্গ সরকারের দীনেশ স্মৃতি পাঠাগার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তারিক চয়নের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় আয়োজকেরা বলেন, “দুই বাংলার মেলবন্ধনে তারিক চয়নের নিরলস প্রচেষ্টা, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক গঠনে তার আন্তরিক অংশগ্রহণ এবং সাংবাদিকতার মাধ্যমে এই সম্পর্ককে আরও মানবিক করে তোলার যে অবদান তিনি রেখে চলেছেন, তা আমাদের কাছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বিষয়।”

সম্মাননাপত্রে আরও উল্লেখ করা হয়, ‘মৈত্রী সম্মাননা’ প্রধান দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার আন্তরিক প্রয়াস।

এর আগেও কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা–২০২৫’ পেয়েছিলেন তারিক চয়ন। নজরুল শতবার্ষিকী সদনে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

সেই সম্মাননায় বলা হয়েছিল, “বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিবের কূটনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক বিনিময়ে তারিক চয়নের অবদান অনন্য। প্রবাসে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রচারে তার নিরলস প্রচেষ্টা দুই বাংলার মধ্যে সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

উল্লেখ্য, তারিক চয়ন একজন অভিজ্ঞ সাংবাদিক ও কূটনৈতিক কর্মকর্তা। দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও ভাবমূর্তি তুলে ধরতে তাঁর অবদান দিন দিন স্বীকৃত হচ্ছে।