০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইউএসএইড

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ১২৮

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলো মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইড। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপচয়ের অভিযোগে সংস্থাটি ধীরে ধীরে ভেঙে দিয়েছেন। মার্চ মাস পর্যন্ত সংস্থার ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এর অবশিষ্ট কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকদের প্রকাশিত এক সতর্কবার্তা অনুসারে ইউএসএইডের মতো ত্রাণ সংস্থা বন্ধের ফলে ২০৩০ সালের মধ্যে আরও ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকা এক তৃতীয়াংশ হচ্ছে শিশু।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গবেষণায় ‘ভুল অনুমান’ ব্যবহার করা হয়েছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডে প্রায় ১০ হাজার মার্কিন কর্মী ছিল, যাদের দুই-তৃতীয়াংশই বিদেশে কাজ করত। বুধবার সকালে, সংস্থার ওয়েবসাইটে একটি বার্তা প্রদর্শন করা অব্যাহত ছিল। তাতে লেখা চিল, বিশ্বব্যাপী ইউএসএইডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের ২৩ ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইউএসএইড

আপডেট: ১০:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলো মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইড। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপচয়ের অভিযোগে সংস্থাটি ধীরে ধীরে ভেঙে দিয়েছেন। মার্চ মাস পর্যন্ত সংস্থার ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এর অবশিষ্ট কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকদের প্রকাশিত এক সতর্কবার্তা অনুসারে ইউএসএইডের মতো ত্রাণ সংস্থা বন্ধের ফলে ২০৩০ সালের মধ্যে আরও ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকা এক তৃতীয়াংশ হচ্ছে শিশু।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গবেষণায় ‘ভুল অনুমান’ ব্যবহার করা হয়েছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডে প্রায় ১০ হাজার মার্কিন কর্মী ছিল, যাদের দুই-তৃতীয়াংশই বিদেশে কাজ করত। বুধবার সকালে, সংস্থার ওয়েবসাইটে একটি বার্তা প্রদর্শন করা অব্যাহত ছিল। তাতে লেখা চিল, বিশ্বব্যাপী ইউএসএইডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের ২৩ ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।