০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিল চীনা দূতাবাস

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৩০

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধাবস্থা বিরাজ করায় ইসরায়েলে চীনা দূতাবাস তাদের নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার চীনা দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

চীনা নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।

এদিকে, হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিল চীনা দূতাবাস

আপডেট: ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধাবস্থা বিরাজ করায় ইসরায়েলে চীনা দূতাবাস তাদের নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার চীনা দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

চীনা নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।

এদিকে, হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।

সূত্র : বিবিসি