০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানের দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ২৩

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানসহ ইরানের কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় ইরানি জ্যেষ্ঠ দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিহত দুই বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি।

আজ শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা করে ইসরায়েল। আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও।

নিহত পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) সাবেক প্রধান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে এইওআই। ২০১০ সালে তেহরানের একটি সড়কে তাকে হত্যার চেষ্টা করা হয়। তখন প্রাণে বেঁচে যান তিনি।

নিহত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন।

হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও নিহত হন।

হামলার পর এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করে তিনি বলেন, যত দিন না এই হুমকি শেষ হচ্ছে তত দিন হামলা চলতে থাকবে।

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খুব দ্রুতই পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

Please Share This Post in Your Social Media

ইসরায়েলি হামলায় ইরানের দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত

আপডেট: ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানসহ ইরানের কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় ইরানি জ্যেষ্ঠ দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিহত দুই বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি।

আজ শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা করে ইসরায়েল। আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও।

নিহত পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) সাবেক প্রধান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে এইওআই। ২০১০ সালে তেহরানের একটি সড়কে তাকে হত্যার চেষ্টা করা হয়। তখন প্রাণে বেঁচে যান তিনি।

নিহত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন।

হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও নিহত হন।

হামলার পর এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করে তিনি বলেন, যত দিন না এই হুমকি শেষ হচ্ছে তত দিন হামলা চলতে থাকবে।

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খুব দ্রুতই পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তারা।