কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ, প্রধানমন্ত্রী তিন দিন আগেই পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার খবর জানতেন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কাশ্মীরের পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে কংগ্রেস বিস্ফোরক অভিযোগ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করছেন, প্রধানমন্ত্রী তিন দিন আগেই জানতেন সন্ত্রাসী হামলার খবর। গোয়েন্দারা এই খবর আগেই জানিয়েছিল প্রধানমন্ত্রীকে। তাই জম্মু ও কাশ্মীর সফর বাতিল করেছিলেন মোদি। এমনই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
গত ২২ এপ্রিল পহলেগাঁওয়ের বৈসারন উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে প্রত্যাখ্যাত করার রব উঠেছে সর্বত্র। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক স্ট্রাইক করেছে ভারত সরকার। এই আবহে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
সন্ত্রাসী হামলর দায় চাপাতে মরিয়া খাড়গে।
মঙ্গলবার রাঁচির এক সভায় কংগ্রেস সভাপতি বলেন, আমি সংবাদপত্রে পড়েছি যে ২২ এপ্রিল পহেলগাঁও হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। তাই তিনি কাশ্মীর সফর বাতিল করেন । যখন গোয়েন্দা সংস্থাগুলি আপনাকে বলেছিল যে সেখানে যাওয়া ঠিক হবে না, তখন আপনি কেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেননি?’ খাড়গের কথায়, ‘সরকার স্বীকার করেছে যে পহেলগাঁওয়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, ‘আমাদের প্রশ্ন হল আপনি যখন জানতেন, তাহলে কেন সঠিক ব্যবস্থা নেয়া হয়নি?’
অন্যদিকে, কংগ্রেস সভাপতিকে এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। খাড়গেকে নিশানা করে বিজেপির মুখপাত্র সিআর কেশবন বলেন, ‘তিনি আধুনিককালের মীর জাফরের মতো বিশ্বাসঘাতক ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার বিষাক্ত, ভিত্তিহীন ক্ষোভ অত্যন্ত নিন্দনীয়। খাড়গের মন্তব্য ক্ষমার অযোগ্য। তাকে স্পষ্ট করে বলতে হবে যে তিনি এই ধরণের আপত্তিকর মন্তব্য করার জন্য কোথা থেকে তথ্য পেয়েছেন।’ সুত্র : দৈনিক আজকাল।