খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3363 বার
বিল্লাল হোসেন,রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া দাখিল মাদ্রাসার বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
শনিবার বিকালে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। এতে কোদলাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি কাদের বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, মনিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন প্রমুখ। এছাড়া এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।