১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আল জাজিরা ঢাকার ‘মার্চ ফর গাজা’ নিয়ে যা বললো

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ১৯২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। ঢাকার এই কর্মসূচির খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমটির লাইফ আপডেটে ‘ইসরায়েলি বোমা হামলায় গাজার আল-আহলি হাসপাতাল বন্ধ’ শিরোনামে জায়গা করে নিয়েছে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

এ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (শনিবার) বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচিতে লাখো অংশগ্রহণকারী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন। এ সময় তারা ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন।

এর আগে ঢাকার এই কর্মসূচির খবর প্রভাবশালী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট ও আরব নিউজের মতো সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে আরব নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বৃহৎ সংহতি সমাবেশ হিসেবে উল্লেখ তুলে ধরা হয়েছে।

এছাড়া ফিলিস্তিনের জনগণের পক্ষে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস ইব ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

আল জাজিরা ঢাকার ‘মার্চ ফর গাজা’ নিয়ে যা বললো

আপডেট: ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। ঢাকার এই কর্মসূচির খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমটির লাইফ আপডেটে ‘ইসরায়েলি বোমা হামলায় গাজার আল-আহলি হাসপাতাল বন্ধ’ শিরোনামে জায়গা করে নিয়েছে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

এ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (শনিবার) বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচিতে লাখো অংশগ্রহণকারী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন। এ সময় তারা ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন।

এর আগে ঢাকার এই কর্মসূচির খবর প্রভাবশালী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট ও আরব নিউজের মতো সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে আরব নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বৃহৎ সংহতি সমাবেশ হিসেবে উল্লেখ তুলে ধরা হয়েছে।

এছাড়া ফিলিস্তিনের জনগণের পক্ষে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস ইব ইসরায়েল।