খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5541 বার
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী হরি লীলামৃত স্কুলের উদ্বোধন এবং শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে লোহাগড়া উপজেলার মিঠাপুর সার্বজনীন শ্রীহরি মন্দির প্রাঙ্গণে মিঠাপুর ও মতুয়া মিশন নলদী ইউনিয়ন শাখার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের নবনির্বাচিত সভাপতি অসীম পাল, সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাসুদেব পাল, সহ অর্থ বিষয়ক সম্পাদক গোলক পাল, সহ প্রচার সম্পাদক শিশির বিশ্বাস, সদর উপজেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক সনজিত রাজবংশী, অর্থ বিষয়ক সম্পাদক অসিত মজুমদার, জেলা মতুয়া মিশনের সদস্য রামপাল সুফল বিশ্বাস, শংকর শাঁখারী, অনুপ বিশ্বাস, তুষার বিশ্বাস, অসীম বিশ্বাস, মৃত্যুঞ্জয় পাল, অক পাল, সঞ্জু পাল, মতুয়া বিধান রায়, তীর্থ বকশীসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।