০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

ইসরায়েলি বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ৮৬

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর টানা বিমান হামলায় গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৮৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। শুক্রবারের হামলা পর্যন্ত গত দেড় বছরে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০ হাজার ৬০৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এরপরই গাজায় পাল্টা অভিযান শুরু করে আইডিএফ।

আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে, ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় হামলা শুরু করে। গত ১৫ দিনে এই অভিযানে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযানের মাধ্যমেই তাদের মুক্ত করা হবে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে বহুবার। এরইমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, “হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল করা এবং সব জিম্মিকে মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
১৪

ইসরায়েলি বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ৮৬

আপডেট: ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর টানা বিমান হামলায় গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৮৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। শুক্রবারের হামলা পর্যন্ত গত দেড় বছরে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০ হাজার ৬০৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এরপরই গাজায় পাল্টা অভিযান শুরু করে আইডিএফ।

আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে, ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় হামলা শুরু করে। গত ১৫ দিনে এই অভিযানে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযানের মাধ্যমেই তাদের মুক্ত করা হবে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে বহুবার। এরইমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, “হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল করা এবং সব জিম্মিকে মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”