ঈদের দিনে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ৬৪ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার জাবালিয়ায় ঈদুল ফিতরের নামাজে অংশ নেন ফিলিস্তিনি মুসলমানরা
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতরের প্রথম দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে।
দক্ষিণ গাজার রাফাহর কাছে ইসরায়েলি গুলিতে নিহত আট চিকিৎসক, পাঁচজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং একজন জাতিসংঘ কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এ বিধ্বংসী ঘটনা ২০১৭ সালের পর বিশ্বের যেকোনো জায়গায় তাদের কর্মীদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৯৫ জন আহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় দুই মাস আগে তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।