বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই লক্ষ দুই হাজার দুইশত টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিশমিশ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।
১৩ মার্চ বৃহস্পতিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি এবং ধান্যখোলা বিওপি এর জেলেপাড়া চেকপোস্ট সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (দুই লক্ষ দুই হাজার দুইশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য কাস্টমসে জমা করা হয়েছে।