০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মোদির বিমান উড়িয়ে দেয়ার হুমকি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা! ফোনে মুম্বাই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি।

ভারতের পুলিশ মঙ্গলবার এই হুমকির ফোন পায়। তার পরই তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জানায় মুম্বাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে।

খবর পাওয়ামাত্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকির বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন।

জানা যায়, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেপ্তার করে তাকে ওই হুমকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়।

সোমবার বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে বুধবার যাবেন আমেরিকায়। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।

সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো-খারাপ দিকগুলো তুলে ধরেছেন। তার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজ সারেন। একান্ত বৈঠকও হয়।

মোদির প্রাণনাশের হুমকি ফোন পাওয়া নতুন ঘটনা নয়। গত বছর ডিসেম্বরে মুম্বাই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। আইএস জঙ্গিযোগের কথাও বলা হয়েছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

মোদির বিমান উড়িয়ে দেয়ার হুমকি

আপডেট: ০৭:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা! ফোনে মুম্বাই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি।

ভারতের পুলিশ মঙ্গলবার এই হুমকির ফোন পায়। তার পরই তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জানায় মুম্বাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে।

খবর পাওয়ামাত্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকির বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন।

জানা যায়, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেপ্তার করে তাকে ওই হুমকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়।

সোমবার বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে বুধবার যাবেন আমেরিকায়। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।

সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো-খারাপ দিকগুলো তুলে ধরেছেন। তার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজ সারেন। একান্ত বৈঠকও হয়।

মোদির প্রাণনাশের হুমকি ফোন পাওয়া নতুন ঘটনা নয়। গত বছর ডিসেম্বরে মুম্বাই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। আইএস জঙ্গিযোগের কথাও বলা হয়েছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।