জাতীয় সংবাদ | তারিখঃ জুলাই ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5472 বার
নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদকে ঘিরে বাড়তে থাকে কাঁচামরিচের ঝাল। গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে হাজার টাকায় গিয়ে ঠেকে দাম। এমন পরিস্থিতিতে গতকাল রবিবার ভারত থেকে ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়। যার প্রভাব পড়েছে বাজারে। হাজার টাকার কাঁচামরিচ সোমবার এক ধাক্কায় নেমে আসে ২০০ টাকায়। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ভ্যানে করে কেজিপ্রতি কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগেরদিন ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। তার আগের দিন ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে খুচরা ব্যবসায়ীদের।
খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত থেকে কাঁচামরিচ আসায় দাম কমতে শুরু করেছে। সামনে আরও কমে আসবে বলেও জানান তারা।
ক্রেতাদের অভিযোগ, দেশে কোনো উৎসব এলেই নিত্যপণ্যের বাজার উর্ধ্বমুখি হয়। এবার ঈদে টার্গেট ছিল কাঁচামরিচের উপর। ফলে কারসাজির মাধ্যমে কাঁচামরিচের দাম বাড়ানো হয়।
মধুবাগ এলাকার জয়নাল নামে এক ক্রেতা ঢাকা টাইমসকে বলেন, ৭০০/৮০০ টাকা কেজি কাঁচামরিচ! ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে তামাশা করেছে। এসব দেখার কেউ নেই।
কাঁচামরিচ বিক্রেতা ফয়সাল ঢাকা টাইমসকে বলেন, আমাদের তো কিছু করার নেই। আমরাই তো কাঁচামরিচ নিয়ে মহা বিপদে ছিলাম। দাম শুনে তো নিজেই অবাক হয়েছি। তবে ভারত থেকে বিপুল পরিমান কাঁচামরচি আমদানি হওয়ায় দাম কমে আসছে। সামনে আরও দাম কমবে।
ঈদের আগে থেকে ধাপে ধাপে বেড়ে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে কাঁচামরিচের দাম। দেশের বিভিন্ন স্থানে ৬০০ থেকে ১০০০ টাকা কেজি বিক্রি হয় এই পণ্যটি। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কাঁচামরিচ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এ অবস্থায় ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। গতকাল একদিনেই ভারত থেকে ৬০ টন কাঁচামরিচ দেশে আসে। আমদানির খবরেই তর তর করে পড়তে থাকে কাঁচামরিচের দাম। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।