জাতীয় সংবাদ | তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3103 বার
ডেস্ক রিপোর্ট : আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য দেশের সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ‘বড়দিন’ এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয় সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেশে কোনো হুমকি নেই। তবে ওইদিন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্ষবরণ গিরে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মদের বার বন্ধ থাকবে।
বিএনপির শাসনামলে নিখোঁজ বা গুম হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময় মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল। আমরা সেগুলোর একটা রিপোর্ট তৈরি করছি। সবকিছুর তদন্ত হোক, সবকিছুই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই।
এ সময় আসাদুজ্জামান খান কামাল জানান, সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।