খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ আগস্ট ২৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1756 বার
শালিখা( মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখাতে ২৯ আগস্ট সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক সমাজকর্ম দিবস-২০২২ উপলক্ষ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলোনায়তনে আলোচনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।তিনি শিশু সুরক্ষার সমাজ কর্মীদের বিশেষ দৃষ্ট দিতে বলেন।বাল্য বিয়ে বন্ধ ও মোবাইল থেকে শিশুদের দুরে রেখে খেলার দিকে মনযোগী করার পরামর্শ দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. মোঃ কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা মাগুরা।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শারমিন আক্তার উপজেলা মৎস অফিসার শালিখা,মোঃ শাহিনুজ্জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,শালিখা, চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,ফিরোজ কবির সভাপতি আড়পাড়া আইডিয়াল কল্যাণ সংস্থা।।অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরন করা হয়।সঞ্চালক ছিলেন মোঃ আনোয়ার হোসেন সভাপতি পুলুম লালন স্মৃতি সংসদ।