খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6164 বার
আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : উচ্চ শিক্ষার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে বলেছেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। তিনি বলেন, শুধু সার্টিফিকেটের জন্য উচ্চ শিক্ষা নয়। উচ্চশিক্ষার মুল উদ্দেশ্য হবে গবেষণা, জ্ঞানচর্চা, নতুন জ্ঞান অনুসন্ধান এবং নতুন জ্ঞান সৃষ্টি। বাস্তবে দেশের কাজে লাগে এবং দক্ষতা অর্জনের জন্য উচ্চশিক্ষা লাভ করতে হবে। আমাদের সমস্যা গুলো নিজেদের আবিস্কৃত জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে। গতকাল বিকেলে বেনাপোলের সানরুপ হোটেলে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের সম্মানিত সদস্য গনের মেধাবী পুত্র কন্যাদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যা কিছু ভালো তাকে অন্তরে ধারণ এবং যা কিছু মন্দ তা পরিহার করে একজন আলোকিত ভালো মনমানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীকে সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান ও আলোকিত মানুষ রুপে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষক ও অভিভাবকদের এ কাজে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগ্রত করতে হবে।
আরো বলেন, বৃত্তি প্রদানের এই আয়োজন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নয়নের প্রধান একটি চালিকাশক্তি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সৎ, দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ আনোয়ার আলী আনু, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, বর্তমান সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ ওয়াহিদুর রহমান ওহিদ, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের নেতা খায়রুজ্জামান মধু, আবুল হাসান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি হাজি এনামুল হক, সাধারন সম্পাদক আলহাজ নাসির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় শতাধিক শিক্ষার্থীকে সম্মামনা সহ বৃত্তি প্রদান করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চলনায় ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের নেতা মহাসিন মিলন।
প্রাথমিক শিক্ষা সমাপনী (৫ম শ্রেণী) থেকে ২৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন, তারা হলেন শওকত রহমান সিয়াম, মাহাফুজুর রহমান অর্ক, অমৃতা হক জান, সুমনা আক্তার যুথী, সামিয়া জামান, ইয়ানূর কবির, ফাবিহা লামিশা, অর্নব বিশ্বাষ (দেব) প্রমুথ।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (৮ম শ্রেণী) থেকে ২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন, তারা হলেন, নুসরাত ইয়াসমিন, আমিনুর রহমান নয়ন, ফুয়াদ আহমেদ, সামসুন নাহার হেনা,ফাতেমা বিনতে আজিজ ফাইজুন, মুনকাসির রহমান, তাসমিন তহুরা রাফা প্রমুথ।
এসএসসি / দাখিল থেকে ৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন, তারা হলেন, সাদিক রহমান, সুমিত আলম খান, সাবরিন সুলতানা, হাফিজা পারভিন প্রান্তি, রাহাত আহমেদ, খাদিজা খাতুন, ইসতিয়াক আহমেদ, শারমিন শিলা প্রমুখ।
এইচ এস সি / আলিম থেকে ২২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন, তারা হলেন, আহম্মদ আকবর কাব্য, সাহাদ হোসেন, মাহফুজ আহমেদ, প্রজ্ঞাপন ধর, জান্নাতুল ফেরদাউস, ফাহিম আহমেদ প্রমুখ।
এ দিকে সন্ধ্যায় শার্শা থানা পুলিশের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অবস জনাব সাইফুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র, বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা সহকারি কমিশনা ভুমি রসনা শারমিন মিথি, শার্শা পল্লী বিদ্যুৎতের ডিজিএম জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ মামুন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সাইফুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র, বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমী) রসনা শারমিন মিথি, শার্শা পল্লী বিদ্যুৎতের ডিজিএম জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ মামুন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।