খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3019 বার
আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, কৃষি খাতে সরকারের বিশেষ নজরদারীরর জন্য দেশে খাদ্য সঙ্কট দুর হয়েছে। বিদেশ থেকে আর চাল আমদানি করতে হয়না । বরং বাংলাদেশ এখন অন্য দেশে খাদ্য শষ্য রফতানি করে থাকেন। ভোজ্য তেল আমদানি কমাতে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় শার্শা সহ সারা দেশের কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন। তাই প্রাপ্ত বীজ ও সার সময়মত জমিতে ব্যবহার করে আউশ ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য চাষীদের অনুরোধ জানান তিনি। সোমবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষি বান্ধব সরকার কৃষকদের দু:খ-দুর্দশার কথা চিন্তা করে এই করোনা কালীন সময়ে তাদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে জন প্রতিনিধিদের ও কৃষি কর্মকর্তাদেরকে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মাঝে এ সকল সার ও বীজ বিতরণ করা হলো। তিনি বলেন, বর্তমান সরকার মানুষের সুখে দুখে পাশে থাকে।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সহকারী কমিশনার (ভূমী) রাশনা শারমিন মিথি, শার্শা থানা ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানা ইনচার্জ কামাল হোসেন, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এ অর্থবছরে উপজেলার ১ হাজার ৯শ’ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের এর বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেওয়া হবে।
এর আগে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলা চত্তরে শেখ রাসেল শিশু কর্নারের উদ্ধোন করেন।