জেলার খবর, নীলফামারী, রংপুর বিভাগ, রাজনীতি | তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 12778 বার
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন সভাপতিত্বে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে জেলা বিএনপির সাবেক সভাপতি, মাটি ও মানুষের নেতা, ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায়, জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ,খ,ম, আলমগীর হোসেন সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম,উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। স্বাগতম বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষের মনোয়ার হোসেন।
এসময় জনসমাবেশে প্রধান অতিথি ও সাবেক সংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর যাবৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়নের মাঝেও বিএনপির নেতা-কর্মীরা তাদের নীতি-আদর্শ থেকে এক বিন্দু সরে যায়নি। মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে যেভাবে অংশগ্রহণ করেছিল, ঠিক একইভাবে ‘২৪-এর গণবিপ্লবেও এসব পরিচয় ছিল না। সবার এক পরিচয় ছিল বাংলাদেশি। সেক্ষেত্রে সংখ্যালঘু, সংখ্যাগুরু, বাঙালি, অবাঙালি বলে কিছু নেই। বরং দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকেরই এক রাষ্ট্র বাংলাদেশ।
জনসমাবেশকে সফল করতে বিকাল থেকে ইউনিয়ন এবং ডিমলা শহরের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিত ছিল। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠের কোনায় কোনায় ভরে যান ডিমলা শঠিবাড়ী মোড় পর্যন্ত পুরো সড়ক সহ আশেপাশের বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের অংশ গ্রহণে জনসমাবেশটি জনসমুদ্রে পরিপূর্ণ হয়ে উঠে।