খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 8871 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কমিটি গঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ফলাফল ঘোষণা করা হয় বিকাল ৫ টায়। ফলাফল ঘোষণায় সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নি, সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান নিপুন, সংগঠনিক সম্পাদক পদে মুরাদুন্নবী মুরাদ এবং কাজী আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন। ১১ ইউনিয়নে ৭৮১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টিপু-নিপুন পরিষদ এবং মুন্নি-খোরশেদ পরিষদ এ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আশফাকুুজ্জামান রনি এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহিন আহমেদ পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
সাবিরা সুলতানা মুন্নি এবং খোরশেদ আলম প্যানেল থেকে সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নি ৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক এর ২টি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মুরাদুন্নবী মুরাদ, তার প্রাপ্ত ভোট ৩৬৮ এবং কাজী আব্দুস সাত্তার সাংগঠনিক সম্পাদক পদে ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মর্তুজা এলাহী টিপু। তিনি ভোট পেয়েছেন ২৯০। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খোরশেদ আলম। তিনি ভোট পেয়েছেন ২৪৩। সাংগঠনিক সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে ইমামুল হক, তিনি ভোট পেয়েছেন ২৩০, গোলাম কাদের বাবলু ভোট পেয়েছেন ২৯৯। সাধারণ সম্পাদক পদে আশফাকুজ্জামান রনি ২২৩ ভোট পেয়েছেন এবং অপর সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ ১৩৮ ভোট পেয়েছেন।