খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ অক্টোবর ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3159 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা উপজেলায় হিন্দুদের দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
৮অক্টোবর সকাল ৯টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনিরুল ইসলাম, মেজর মুহতাদী কামাল আহমদ, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার ঘোষ,আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিতান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিপংকর বিশ্বাস, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ শালিখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ৷ প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমরা সব সময় সহযোগিতার জন্য প্রস্তুত, আপনারা শান্তি পূর্ণ ভাবে পুজায় অংশ নেবেন। উল্লেখ্য এ বছর শালিখায় ১১৮ টি পুজা অনুষ্ঠিত হচ্ছে।