খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3228 বার
খুলনা জেলা প্রতিনিধি: তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ ফারুক হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার আসরবাদ উপজেলার কোলা পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল,মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড.শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকর আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, আশরাফুল আলম নান্নু,মোল্যা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান,বিএনপি নেতা চৌধুরী কওসার আলী, উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ হাফিজুর রহমান,বিএনপির নেতা ইকরাম হোসেন জমাদ্দার,সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, মিল্টন মুন্সি,এ্যাড. শহীদুল ইসলাম, আজিবার রহমান, মোল্যা আজিজুর রহমান, আবুল হোসেন বাবু, মোল্যা হুমায়ুন কবির, এস কে নাসির, আলমগীর শেখ, পলাশ শেখসহ জেলা, মহানগর, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেন, যুবদল নেতা সৈয়দ ফারুক হোসেনকে রাজনৈতিক শত্রুতার জের ধরে যে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে তাদের রক্ষা নেই এবং দোষীদদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জানাজা শেষে মরহুমে’র লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর মধুপুর ইউনিয়নের তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী কোলা বাজারে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক শত্রুতার জের ধরে যুবদল নেতা সৈয়দ ফারুক হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় আরও ৫/৬ জন আহত হন।