খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ জুলাই ১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 9170 বার
রাসেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ তেরখাদা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের অংশগ্রহণে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাসান শেখ, ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাসান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা শিউলী মজুমদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রিয়ংকার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ছাগলাদাহ ইউপি”র সাবেক চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কপিল দেব বশাক, সমাজ সেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কেরামত আলী হাওলাদার, প্রকৌশলী প্রজিত সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, সহকারী প্রগ্রামার লিডম পল বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, তথ্য সেবা কর্মকর্তা মোসাঃ তাছলিমা খাতুন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাধ সাহা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মোল্যা বোরহান উদ্দীন আহমেদ, সাংবাদিক নুর মোহম্মাদ সিফাত, বাছিতুল হাবিব প্রিন্স, রাসেল আহমেদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ হামিম বিল্লাহ প্রমুখ। সভায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস ভাইস চেয়ারম্যানরা তাদের বক্তব্যে বলেন, এই প্রথম নতুন জনপ্রতিনিধি হিসেবে দায়ীত্ব পেয়েছি।
এখন জনগণ তথা তেরখাদা উপজেলাকে উন্নয়নের মাধ্যমে নিজেদেরকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে পরিচিত করে কাজ করে যেতে চাই। এজন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তারা। এরপর মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।