রবিউল ইসলাম | খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2688 বার
রবিউল ইসলাম : বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে দিন রাত অসহায় মানুষের পাশে থেকে সেবা করে চলেছেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।
তারি ধারাবাহিকতায় যশোরের সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদা গ্রামের মৃত শরীফুলের স্ত্রী সন্তানের পাশে দাড়ালো চৌগাছার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন। মৃত শরীফুলের বিধবা স্ত্রী তার অসহায়ত্বের অবস্তা জানান চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে, তার শিশুর জন্যে দুধের আবেদন জানান সংগঠনে।বিষয়টি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় বুধবার সকালে তাৎক্ষণিকভাবে বাচ্চার জন্য ৮ পেকেট দুধ, চাউল ডাল তৈল ও শিশুটির জন্যে নতুন জামা এবং কাচা বাজার নিয়ে বিধবা মহিলার বাড়িতে হাজির হয় চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ। মৃত শরিফুলের স্ত্রী তার চরম দূরসময়ের চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন সাহয্যের হাত বাড়ীয়ে দেওয়ায় তাদের জন্য দোয়া ও দীর্ঘ আয়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি শাহীন কবির, সহ-সভাপতি শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল হামিদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।