ময়মনসিংহ বিভাগ | তারিখঃ মার্চ ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4607 বার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রেঞ্জ কর্মকতা ও বনপ্রহরী মোস্তফার দুর্নীতি প্রকাশের জের গণমাধ্যমকর্মীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল (১১ মার্চ শনিবার) সন্ধ্যায় উপজেলার উথুরা রেঞ্জ অধীনে কর্মরত থাকা বনপ্রহরী মোস্তফা মোবাইল ফোনে দৈনিক খবরপত্র পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মো.বিল্লাল হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়। বনপ্রহরী মোস্তফা এর পূর্বে দুইজনকে হত্যা করেছেন বলে নিজেই স্বীকারোক্তি দেন মোবাইলে। ময়মনসিংহ বনবিভাগের অধীনে ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের কর্মরত বনপ্রহরী মোস্তফা ও রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদসহ তাদের অপকর্মের দুর্নীতির একটি সংবাদ প্রকাশের জের হিসেবে রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদের নির্দেশে মোস্তফা এমন হুমকি দেন। এমনকি এর আগেও দুইজনকে করেছেন বলিউড নিউজ এই স্বীকারোক্তি করেন। কিছুদিন পূর্বে উথুরা রেঞ্জ আওতাধীন বিভিন্ন দাগে বনভূমি ভূমিদস্যুদের কব্জায় বনভূমি দখলে নিচ্ছে ও উথুরা রেঞ্জে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতিসহ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায়। বনপ্রহরী মোস্তফা বলে আপনি কতো বড় সাংবাদিক দেখে নিবো এবং আরও বলে আমার বড় ভাই একজন প্রেস ক্লাবের সভাপতি। তাছাড়া রেঞ্জারের ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সকল বিষয়ে প্রচার-প্রচারণা করেন। আমাদের বিষয়ে কোন সংবাদ প্রকাশ করেও কিছুই করতে আপনি পারবেন না। উথুরা সদর রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ ও বন প্রহরী মোস্তফা বলেন, আগেও দুইজনকে মার্ডার করেছি। যার অডিও রেকর্ড রয়েছে।
সুশীল সমাজ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান, দ্রুত এ কিলার বনপ্রহরী মোস্তফাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় উর্দ্ধতন বন কর্মকর্তা এ. কে. এম. রুহুল আমিন মোবাইলে বারবার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।