জেলার খবর, ঢাকা বিভাগ, নরসিংদী | তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2206 বার
নিজস্ব প্রতিবেদক : ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ১২টি ব্যালটে ভোট শুরুর আগেই নৌকায় সিল মারা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া নরসিংদী-৪ আসনে বেলাব উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
আজ রোববার সকালে ওই কেন্দ্রে ভোট শুরুর আগেই ১২টি ব্যালট বইয়ে নৌকা প্রতীকে সিল মারা পাওয়া যায়।
এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিলের পর, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বেলাব উপজেলার পাটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ।
নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যালটে আগেই সিল মারায় কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বেলাব উপজেলার ১৩৪ নম্বর কেন্দ্রে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন শুরুর আগেই কারা নৌকার পক্ষে সিল মেরেছেন, তা জিজ্ঞাসাবাদ করার জন্য হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
‘জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, নাকি গ্রেপ্তার করা হবে। তবে, এখনো আটক আমরা বলছি না,’ বলেন তিনি।
জানা গেছে, বেলাব উপজেলার ইব্রাহিমপুর সরকারি বিদ্যালয়ে নৌকার পক্ষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুয়মায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে ১২টি ব্যালট বইয়ে নির্বাচন শুরুর আগেই সিল মারার অভিযোগে কেন্দ্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।