চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি : চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালে তিন শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক ৭ দিনব্যাপি বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিকার চেয়ে এক ঘণ্টা প্রশিক্ষণ বন্ধ করে ওই বিদ্যালয় মাঠে আন্দোলন করেন শিক্ষকরা। পরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে প্রশিক্ষণে ফিরে যান শিক্ষকরা।

বিক্ষুদ্ধ শিক্ষকদের অভিযোগ, গণিত ক্লাশের একজন নারী শিক্ষক প্রশিক্ষণ চলাকালে ব্যক্তিগত কাজের জন্য কয়েক মিনিটের জন্য বাইরে যান। এ সময় ক্যাম্পাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুখোমুখী হন ওই নারী শিক্ষক। পরে তাকে ক্লাশে নিয়ে গিয়ে ওই ক্লাশের প্রশিক্ষক মোজাম্মেল হক ও নারী শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তারা আরও জানান, গত ১৮ ডিসেম্বর থেকে চলা প্রশিক্ষণে প্রায় সব ক্লাশে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমন আচরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত শাস্তির পাশাপাশি অন্যত্র বদলির দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষকরা।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক সাত দিনব্যাপি বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।