চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ নভেম্বর ৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6041 বার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশা ও বাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলার ভান্ডার শরিফ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। হাটহাজারী-ফটিকছড়ির সড়কের হাটহাজারীর চারিয়া এস্তেমা মাঠের পাশে বোর্ড স্কুল এলাকায় ফটিকছড়িগামী সিএনজি এবং চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।