খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ২৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4749 বার
আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছার সর্বশ্রেণীর মানুষের কাছে মানবিক পুলিশ অফিসার হিসাবে খ্যাত ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় ঝিকরগাছা থানার অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মদক্ষতায় তিনি সেপ্টেম্বর/২০২৩ মাসে যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার, যশোর এর উপস্থিতিতে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সুমন ভক্তের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই যশোর। এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ফোর্স এর জন্য আইজিপি কর্তৃক প্রদত্ত নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়া সম্পর্কে সুমন ভক্ত বলেন, পুলিশ সুপার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনা এবং ঝিকরগাছা থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সরকারি দায়িত্ব পালন করার জন্যই তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন। এজন্য তিনি সকল অফিসার এবং ফোর্সদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাকে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। তিনি আরও বলেন, ঝিকরগাছা থানা পুলিশ ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে জনগণকে আইনানুগ সেবা প্রদানের লক্ষ্যে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।
উল্লেখ্য ঝিকরগাছা থানায় যোগদান করার পর থেকেই এই অঞ্চলে মারামারি, খুন-খারাবি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক সহ সকল ক্ষেত্রে অপরাধ দমনে তিনি জোরালো ভূমিকা পালন করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে ঝিকরগাছা উপজেলায় রাজনৈতিক কলহ, পারস্পরিক বিবাদ, মাদক, চোরাচালান সবই অনেকাংশে লোপ পেয়েছে। এছাড়াও সবসময় হাসিমুখে সেবা দানকারী সুমন ভক্ত বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত করে বিশেষ করে ঝিকরগাছা থানার জন্য লাশ বাহী মোটরভ্যানের ব্যবস্থা করে তিনি সর্ব সাধারণের নিকট মানবিক ওসি হিসাবে পরিচিতি পান।