০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে জেরুজালেমের আশেপাশের এলাকা।

পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শহরের দিকেও এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের নিকটবর্তী এলাকায় দাবানলের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে তৎপর হলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। ইসরায়েলের রেসকিউ সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে শতাধিক বেসামরিক লোকের জীবন হুমকির মুখে।

এমডিএ বলছে, এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশই শ্বাসকষ্ট ও পোড়া জখম নিয়ে হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুই শিশুও রয়েছেন। সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

জেরুজালেমের কাছে মোদিইন শহরের পাহাড়ি এলাকায় দাবানলের দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী ইউভাল আহারোনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতাম, এটা হওয়ার আশঙ্কা ছিল। তবুও মনে হচ্ছে, তারা পর্যাপ্ত প্রস্তুত ছিল না। বড় বিমান, যা বিপুল পরিমাণ পানি ফেলতে পারে, তা পর্যাপ্ত ছিল না।

নেতানিয়াহু সতর্ক করে বলেন, পশ্চিমা বাতাস সহজেই আগুন জেরুজালেমের উপকণ্ঠে— এমনকি শহরের ভেতরেও পৌঁছে দিতে পারে। আমাদের যতটা সম্ভব অগ্নিনির্বাপক যানবাহন মোতায়েন করতে হবে এবং বর্তমান অগ্নিসীমার বাইরেও প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। আমরা এখন শুধু স্থানীয় নয়, জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। বর্তমান অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।

পুলিশ জেরুজালেম-তেল আবিব প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে এবং এই রুটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় আবার আগুন লাগায় হাজার হাজার মানুষের বসতি খালি করা হয়েছে।

এক সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী ইয়োসেফ অ্যারন এএফপিকে বলেন, অনেক পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মী এসেছে, কিন্তু তেমন কোনও লাভ হয়নি। আগুন ইতোমধ্যে পুরো এলাকাই দখল করে নিয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান এয়াল কাসপি একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, আবহাওয়ার কারণে আমাদের বিমানগুলো এখন কিছুই করতে পারছে না… আমাদের লক্ষ্য জীবন বাঁচানো। আমরা সম্ভবত ইসরায়েলের এক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জেরুজালেম-তেল আবিব মহাসড়ক ও জেরুজালেম পাহাড়ি এলাকায় ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জনগণকে ওই এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করেছেন।

এএফপির এক সাংবাদিক বলেছেন, লাট্রুন ও বেত শেমেশের মধ্যবর্তী প্রধান সড়কের কাছাকাছি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

বিকালের দিকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অনেক চালক গাড়ি ফেলে আগুন থেকে পালিয়ে যান। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বসতিগুলো খালি করা হয়েছে।

ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ইঙ্গিত দিয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগাতে পারে। পুলিশ জানিয়েছে, জেরুজালেমের পূর্বাঞ্চলের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে, যাকে শহরের দক্ষিণে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ দুটির মধ্যে কোনো সংযোগ ঘোষণা করা হয়নি।

এমডিএ জানিয়েছে, অ্যাম্বুলেন্স দলগুলো দাবানলাক্রান্ত এলাকার কাছাকাছি মোতায়েন করা হয়েছে এবং তারা চিকিৎসা সহায়তা ও বাসিন্দাদের সহায়তা করতে প্রস্তুত।

গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার মতো কাছাকাছি দেশগুলোর সঙ্গে সহায়তার জন্য যোগাযোগ করেছে ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে ৩টি বিমান শিগগিরই দাবানল মোকাবিলায় সহায়তা করতে আসবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
৩৯

ভয়াবহ দাবানলে ইসরায়েলে ‘জাতীয় জরুরি অবস্থা’

আপডেট: ০৯:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে জেরুজালেমের আশেপাশের এলাকা।

পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শহরের দিকেও এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের নিকটবর্তী এলাকায় দাবানলের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে তৎপর হলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। ইসরায়েলের রেসকিউ সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে শতাধিক বেসামরিক লোকের জীবন হুমকির মুখে।

এমডিএ বলছে, এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশই শ্বাসকষ্ট ও পোড়া জখম নিয়ে হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুই শিশুও রয়েছেন। সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

জেরুজালেমের কাছে মোদিইন শহরের পাহাড়ি এলাকায় দাবানলের দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী ইউভাল আহারোনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতাম, এটা হওয়ার আশঙ্কা ছিল। তবুও মনে হচ্ছে, তারা পর্যাপ্ত প্রস্তুত ছিল না। বড় বিমান, যা বিপুল পরিমাণ পানি ফেলতে পারে, তা পর্যাপ্ত ছিল না।

নেতানিয়াহু সতর্ক করে বলেন, পশ্চিমা বাতাস সহজেই আগুন জেরুজালেমের উপকণ্ঠে— এমনকি শহরের ভেতরেও পৌঁছে দিতে পারে। আমাদের যতটা সম্ভব অগ্নিনির্বাপক যানবাহন মোতায়েন করতে হবে এবং বর্তমান অগ্নিসীমার বাইরেও প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। আমরা এখন শুধু স্থানীয় নয়, জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। বর্তমান অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।

পুলিশ জেরুজালেম-তেল আবিব প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে এবং এই রুটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় আবার আগুন লাগায় হাজার হাজার মানুষের বসতি খালি করা হয়েছে।

এক সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী ইয়োসেফ অ্যারন এএফপিকে বলেন, অনেক পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মী এসেছে, কিন্তু তেমন কোনও লাভ হয়নি। আগুন ইতোমধ্যে পুরো এলাকাই দখল করে নিয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান এয়াল কাসপি একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, আবহাওয়ার কারণে আমাদের বিমানগুলো এখন কিছুই করতে পারছে না… আমাদের লক্ষ্য জীবন বাঁচানো। আমরা সম্ভবত ইসরায়েলের এক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জেরুজালেম-তেল আবিব মহাসড়ক ও জেরুজালেম পাহাড়ি এলাকায় ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জনগণকে ওই এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করেছেন।

এএফপির এক সাংবাদিক বলেছেন, লাট্রুন ও বেত শেমেশের মধ্যবর্তী প্রধান সড়কের কাছাকাছি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

বিকালের দিকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অনেক চালক গাড়ি ফেলে আগুন থেকে পালিয়ে যান। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বসতিগুলো খালি করা হয়েছে।

ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ইঙ্গিত দিয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগাতে পারে। পুলিশ জানিয়েছে, জেরুজালেমের পূর্বাঞ্চলের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে, যাকে শহরের দক্ষিণে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ দুটির মধ্যে কোনো সংযোগ ঘোষণা করা হয়নি।

এমডিএ জানিয়েছে, অ্যাম্বুলেন্স দলগুলো দাবানলাক্রান্ত এলাকার কাছাকাছি মোতায়েন করা হয়েছে এবং তারা চিকিৎসা সহায়তা ও বাসিন্দাদের সহায়তা করতে প্রস্তুত।

গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার মতো কাছাকাছি দেশগুলোর সঙ্গে সহায়তার জন্য যোগাযোগ করেছে ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে ৩টি বিমান শিগগিরই দাবানল মোকাবিলায় সহায়তা করতে আসবে।