খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2597 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মীর ফারুক আহম্মদ এর ঐকান্তিক প্রচেষ্টায় কমিটির সকল সদস্য এবং শিক্ষকবৃন্দের সহযোগিতায় রবিবার (১৫অক্টোবর) এই পরীক্ষার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তীতে এসকল শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের বাছাই করে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।
আরিফ মোড়ল নামের একজন অভিভাবক বলেন, এ ধরণের পরীক্ষা নেওয়ায় আমরা খুব খুশি হয়েছি। আশা করবো স্কুল কমিটি মাঝে মাঝে এরকম আয়োজন করবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পুষ্প দেবনাথ বলেন, বাচ্চাদের মেধার সুষ্ঠু বিকাশ ঘটানোর জন্য ম্যানেজিং কমিটি ও আমার সহকারী শিক্ষকদের প্রচেষ্টায় এধরণের একটা আয়োজন করতে পেরে আমরা খুশি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।
ম্যানেজিং কমিটির সভাপতি এবং পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির অর্থ সম্পাদক মীর ফারুখ আহম্মদ বলেন, বাচ্চাদের মেধা বিকাশের জন্য প্রতিযোগিতা মূলক পড়াশোনা খুবই দরকার। এজন্য প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সবার সাথে আলাপ করে আমরা এই পরীক্ষার আয়োজন করেছি। আশা করছি এর মাধ্যমে বাচ্চারা জ্ঞানার্জনে আরও আগ্রহী হবে।
উল্লেখ্য কিছুদিন আগে ঝিকরগাছা উপজেলা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সেরা সভাপতি নির্বাচিত হয়েছিলেন পানিসারা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর ফারুখ আহম্মদ। পরীক্ষা গ্রহণ কালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুয়ারা খাতুন, আবুল কালাম, মেরিনা আক্তার, হাসানুজ্জামান, ইউপি সদস্য আব্দুল আলিম, ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল ইসলাম, আমির হোসেন আব্দুল কাদের সহ আরও অনেকে।