খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3065 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : ফিলিস্তিন ভূখন্ডে ইজরাইলী বাহিনীর নৃশংস হত্যাকান্ড ও আগ্রাসনের প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে এক বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) জুম্মার নামাজ শেষে ঝিকরগাছার বিভিন্ন মসজিদ থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান রাস্তার দু’ধারে দাঁড়িয়ে শান্তিপূর্ণ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি শামীম মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন, সিনিয়র সহ সভাপতি ও বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর শুকুর, সহ সভাপতি ও কৃষ্ণনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসহাক মাযহারী, অর্থ সম্পাদক ও বোটঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইবাদুর রহমান, মাও. সদর উদ্দিন, মাহমুদুল হাসান, আবু সাঈদ, হা. মাও. আঃ রশিদ, মুশফিকুর রহমান, আঃ কাদের, আল মামুন, মুফতি রবিউল ইসলাম, সা’য়াদ আহমাদ, ওয়াবাইদুল্লাহ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লিগন।
মানববন্ধনে বক্তারা অবৈধ দখলদার ইজরায়েল বছরের পর বছর ধরে নীরিহ ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন, নিপীড়ন ও সম্প্রতি স্বাধীনতাকামী ফিলিস্তিন মুসলমানদের উপর বিমান হামলা চালিয়ে নারী শিশু সহ ধর্মীয় উপাসনালয় এবং আশ্রয় শিবিরগুলোতে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদ জানান এবং মসুলমান উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। ইজরায়েলী পতাকায় আগুন ধরিয়ে প্রতীকী নিন্দা জানানোর মাধ্যমে মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।