খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2270 বার
স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছায় একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” পাতিবিলা ইউনিয়ন শাখার উদ্যোগে পাতিবিলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও ১৫০ জনকে দুপুরবেলা খাবার প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পাতিবিলা ইউনিয়ন শাখার উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়।
যশোর জেলা সহ বিভিন্ন অঞ্চলে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মহতী এই কাজের জন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা দোয়া ও শুভকামনা জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ ইয়াছিন আরাফাত আলিফ, মোঃ সোহেল রানা, মোঃ আরিফুর রহমান, মোঃ নয়ন রহমান, মোঃ আব্দুল হালিম, মোঃ ইমরান হোসেন, মোঃ এনামুল হোসেন, মোঃ শাহিন কবির, মোঃ কামরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম,
ফারুক আহমেদ সহ আরও অনেকে।
‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বখতিয়ার হোসেন জানান, সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্বতঃস্ফূর্তভাবে অসহায় গরীব-দুঃখী মেহনতি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কাজে সবসময় থাকবে।