মার্কিন বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা তেলবন্দরে কমপক্ষে ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
হুতিদের মালিকানাধীন আল-মাসিরাহ স্যাটেলাইট চ্যানেল হামলার পরের গ্রাফিক ভিডিওতে নিহতদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। হুতি সূত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বন্দরের প্যারামেডিক ও সাধারণ কর্মী ছিলেন। হামলায় একটি বড় বিস্ফোরণের পাশাপাশি অগ্নিকাণ্ডও ঘটে।
সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হুতি বিদ্রোহীরা অবৈধভাবে তেল বিক্রি করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের সেই সক্ষমতা নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
রাস ইসা বন্দরটি রেড সি উপকূলে অবস্থিত হোদেইদা গভর্নরেটে। এখানে তিনটি তেলের ট্যাংক ও একটি পরিশোধনাগার রয়েছে।
হুতিদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, এটি সম্পূর্ণ অযৌক্তিক আগ্রাসন এবং ইয়েমেনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। বন্দরটি বহুদিন ধরে সাধারণ ইয়েমেনিদের সেবা দিয়ে আসছিল।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র একটি সতর্কবার্তা জারি করে জানায়, হুতি নিয়ন্ত্রিত বন্দরে তেল সরবরাহ বা পণ্য খালাস করা হলে সংশ্লিষ্ট দেশ বা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হুতি নিয়ন্ত্রিত তেল পরিকাঠামোর ওপর হামলা চালিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের এই সাম্প্রতিক হামলা ইরানের পারমাণবিক কার্যক্রমকে কেন্দ্র করে গঠিত চাপের কৌশলের অংশ। তবে এ ধরনের অভিযান কবে থামবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই।