খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6169 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা কাঁচা বাজারে এক সপ্তাহের ব্যবধানে ঝালের দাম বেড়েছে আড়াই গুন। সরবরাহের কোনো ঘাটতি না থাকা স্বত্বেও গত মঙ্গল
বার যে ঝালের দাম ছিলো ৮০ টাকা কেজি সেই ঝাল আজ ভোক্তাকে কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি। এদিকে আমদানির পরেও আজ আবার বেড়েছে পেঁয়াজের দাম।
ঝিকরগাছা বাজার সরজমিন পরিদর্শন করে দেখা যায় নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দামই বাড়তি। সরকার নির্ধারিত দামে কোথাও আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে না। আজও খুচরা বাজারে আলু ৪০/৪২ টাকা বিক্রি হচ্ছে। দেশী পেঁয়াজ ৮০ টাকা আর আমদানি করা ইন্ডিয়ান পেঁয়াজ ৬৫ টাকা কেজি। রসুনের ঝাঁজও কমেনি এখনও ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আদা ৩০০ টাকা আর শুকনা মরিচ ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিকরগাছা কাঁচা বাজারের আড়ৎদার জাকির হোসেন বলেন আলু, পেঁয়াজ, রসুন, আদা সব জিনিসের দামই বাড়তি। দাম কমার আপাততঃ কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।
এদিকে গতকাল বেনাপোল বন্দর দিয়ে ২০১ টন পেঁয়াজ আমদানির পরদিনই ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেছেন ক্রেতারা। শহিদুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন সবসময় দেখেছি আমদানি করার পর জিনিসপত্রের দাম কমে অথচ এখন দেখছি উল্টোটা। বাজার করতে আসলে জিনিসের দাম শুনে মাথা ঘোরায় বলে তিনি জানান।
কয়েকদিনের ব্যবধানে ডিমের দাম হালিতে ২ টাকা কমেছে। ৪৮ টাকার স্থলে এখন ডিম ৪৬ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া জিরা ১১০০ টাকা, লবঙ্গ ১৭০০ টাকা, এলাচ ১৮০০ টাকা, চিনি ১৩০ টাকা এবং সয়াবিন তেল (খোলা) ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কারণ হিসাবে মুলত মনিটরিং এর অভাব কেই দুষছেন ক্রেতারা। কৃষি পণ্যের বাজার তদারকি কাজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বিক সহায়তা প্রদান সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের একটি আদেশ গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ জারি করা হয়। এতে জেলা প্রশাসন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হলেও অদ্যবধি বাজার মনিটরিং করতে কাউকে দেখা যায়নি।
এবিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছ থেকে আমরা এখনও কোনো সাড়া পায়নি। তারা এ ব্যাপারে আমাদের সহযোগিতা চাইলে তাদেরকে সহযোগিতা করতে আমরা প্রস্তত আছি।