খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3974 বার
নিজস্ব প্রতিবেদক : তিনদিনের সরকারি ছুটিতে ফাঁকা বেনাপোল যানজট, কোলাহল, মোড়ে মোড়ে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশার জট সাধারণত এমনই চিত্র বন্দর নগরী বেনাপোলের নিত্যসঙ্গী। তবে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় বেনাপোল অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তিনদিন ছুটি উপলক্ষে অনেকেই বেড়াতে গেছেন। বুধবার অফিস করে রাতেই অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন।
তিনদিনের এ ছুটির কারণে বেনাপোলের রাস্তায় যানবাহনের আনাগোনা কম। অন্যদিনের তুলনায় নেই বললেই চলে। বেনাপোলের কোথাও ব্যস্ততা নিয়ে ছুটে চলা মানুষের জনজট নেই। সবখানেই প্রায় ফাঁকা ফাঁকা ভাব।
হইহল্লা, হর্ন আর যান্ত্রিক শব্দের চিরচেনা বেনাপোলের রূপ যেন অনেকটাই বদলে গেছে আজ। তিন দিনের ছুটি পেয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন আবার অনেকে বন্ধু-বান্ধবের সঙ্গে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গেছেন। সব মিলিয়ে বেনাপোল হঠাৎ ফাঁকা হয়ে গেছে।
বেনাপোলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মূল সড়কে গাড়ি অনেক কম পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কম। তবে মূল সড়কে ইজিবাইকের দাপট রয়েছে।
অভিজ্ঞতার কথা জানালেন বাদল মিয়া তিনি বলেন, সাধারণত বেনাপোল বাজার থেকে সিমান্ত চেকপোষ্টে আসতে কমপক্ষে আধ ঘন্টা কিংবা এক ঘণ্টার মতো লেগে যায়। আজ এসেছি মাত্র ১০ মিনিটে।
তিনি আরও বলেন, বুধবার রাত থেকেই মূলত বেনাপোল ফাঁকা হতে শুরু করে। আজ আরও বেশি ফাঁকা লাগছে। সব রাস্তাই একদম খালি। রাস্তায় মানুষের আনাগোনা নেই বললে চলে। শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে আছে ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যাবার অপেক্ষায়।
তিনি বলেন, রাস্তায় যানবাহনের সংখ্যা যেমন কম, তেমনি মানুষের চলাচল কম দেখা যাচ্ছে। ফলে ঘর থেকে বের হওয়া মানুষগুলো এবং যানজট মুক্তভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছেন তারা। তাই বলা যায় এক ধরনের অলস সময় পার করছি।