খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3489 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা থানা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ফিরোজ সর্দার সভাপতি ও আকবার গাজী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৪সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা মোড়স্থ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হল রুমে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৫৫জন সদস্যদের মধ্যে ৩২৯জন সদস্য তাদের ভোটধিকার প্রদান করেছেন। এই ত্রি-বার্ষিক নির্বাচনে ফিরোজ-আকবার ও মহাতাপ-জালাল এর দুটি প্যানেলে ১৮ জন অংশ নেয়। যার মধ্যে ফিরোজ-আকবার পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুলতান আহমেদ এর সার্বিক তত্বাবধানে উক্ত নির্বাচন কার্যক্রমে উপস্থিত ছিলেন সদস্য সচিব হাবিবুর রহমান লাবু, সদস্য ইউসুফ আলী, আহ্বায়ক কমিটির আহ্বায়ক আরশাদ আলী মুন্সী, সদস্য সচিব রবিউল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।
নির্বাচন শেষে জয়ী প্যানেলের সভাপতি ফিরোজ সরদার বলেন, আমার এই জয় সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আমি সবাইকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করবো।